জার্মান চ্যান্সেলর ইতিহাসের ভুল দিকে অবস্থান নিয়েছেন: ইরান
https://parstoday.ir/bn/news/world-i150084-জার্মান_চ্যান্সেলর_ইতিহাসের_ভুল_দিকে_অবস্থান_নিয়েছেন_ইরান
পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দখলদার ও খুনি ইসরাইলের প্রতি জার্মান চ্যান্সেলরের সমর্থন ঘোষণার অর্থ হলো তিনি কেবল ইতিহাসের বিবেক থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি বরং জার্মান জাতির সম্মিলিত বিবেককেও অসম্মান করেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৭, ২০২৫ ১৫:১৩ Asia/Dhaka
  • জার্মান চ্যান্সেলর ইতিহাসের ভুল দিকে অবস্থান নিয়েছেন: ইরান
    জার্মান চ্যান্সেলর ইতিহাসের ভুল দিকে অবস্থান নিয়েছেন: ইরান

পার্সটুডে - ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, দখলদার ও খুনি ইসরাইলের প্রতি জার্মান চ্যান্সেলরের সমর্থন ঘোষণার অর্থ হলো তিনি কেবল ইতিহাসের বিবেক থেকে নিজেকে দূরে সরিয়ে নেননি বরং জার্মান জাতির সম্মিলিত বিবেককেও অসম্মান করেছেন।

ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি আজ শুক্রবার এক্স পেজে গণহত্যাকারী ইসরাইলের প্রতি জার্মান চ্যান্সেলরের সমর্থন সম্পর্কে লিখেছেন, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেয়ার্জ গণহত্যাকারী অপরাধী ইসরাইলকে সমর্থন দিয়ে নিজেকে ইতিহাসের ভুল দিকটিকে বেছে নিয়েছেন।

তিনি আরো বলেন, দেশের শীর্ষ নেতার পক্ষ থেকে আগ্রাসী শক্তির প্রতি সমর্থন প্রদান এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনকে উপেক্ষা করা মেনে নেওয়া যায় না। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, জার্মান চ্যান্সেলর মারাত্মক অপরাধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাকায়ি বলেন- ইরান কখনই এ কথা ভুলবে না যে, সাদ্দাম সরকারকে রাসায়নিক অস্ত্র কে দিয়েছিল। একই সঙ্গে যারা আজ আক্রমণকারীকে সমর্থন করছে তাদেরকেও ক্ষমা করবে না ইরান।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের বর্বরতার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অব্যাহত নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী সরকারের অন্যান্য পশ্চিমা সমর্থক বিশেষ করে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে ইসরাইলের অপরাধের সহযোগী বলে অভিহিত করে তিনি বলেন, দখলদার ইসরাইলকে সমর্থনকারী সরকারগুলোই মানবাধিকার এবং মানবিক আইন লঙ্ঘনের জন্য দখলদার ইসরাইলকে সাহস জুগিয়েছে।#

পার্সটুডে/এসএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।