'সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সব পক্ষকে অভিন্ন লক্ষ্য ঠিক করতে হবে'
(last modified Tue, 28 Mar 2017 12:05:28 GMT )
মার্চ ২৮, ২০১৭ ১৮:০৫ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
    রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় গোলযোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে সবাইকে সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে মস্কো।

গতকাল (সোমবার) মস্কোতে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যানজেলিনো আলফানোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ আহ্বান জানান। সিরিয়া সংকট অবসানের লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের তত্ত্বাবধানে যখন শান্তি আলোচনা চলছে তখন এ মন্তব্য করেন ল্যাভরভ।

ল্যাভরভ বলেন, সিরিয়া ইস্যুতে যেসব দেশ জড়িত রয়েছে তাদের উচিত ব্যক্তিগত ভূ-রাজনৈতিক স্বার্থ উদ্ধারের পেছনে না ছুটে বরং সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে একটি অভিন্ন লক্ষ্য ঠিক করা। তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে এবং এ ক্ষেত্রে কর্মপন্থা ঠিক করার বিষয়ে সবাইকে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। ইরাক এবং সিরিয়াসহ গোটা বিশ্ব থেকে সন্ত্রাস ও উগ্রবাদ নির্মূল করা সব দেশেরই অভিন্ন স্বার্থ বলে রুশ এ নেতা জোরারোপ করেন।

তিনি বলেন, সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত খসড়া বাস্তবায়নকে অগ্রাধিকার দেয়ার পাশাপাশি জেনেভা শান্তি প্রক্রিয়ার প্রতি নজর দিতে হবে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৯

 

ট্যাগ