আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে ওয়াশিংটন: মস্কো
(last modified Sun, 09 Apr 2017 00:45:46 GMT )
এপ্রিল ০৯, ২০১৭ ০৬:৪৫ Asia/Dhaka
  • ল্যাভরভ-টিলারসন
    ল্যাভরভ-টিলারসন

আমেরিকা ‘সন্ত্রাসী সন্ত্রাসী খেলা’ খেলছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মস্কো একইসঙ্গে বলেছে, ওয়াশিংটন আঞ্চলিক ও বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার মার্কিন সমকক্ষ রেক্স টিলারসনের সঙ্গে এক টেলিফোন সংলাপে এসব কথা বলেন।  দুই পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপের খবর প্রকাশ করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণায়।

সংলাপে ল্যাভরভ বলেন, যে দেশটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করছে তার ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে আমেরিকা উগ্রবাদীদের ক্রীড়নকে পরিণত হয়েছে।  সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার পর এই প্রথম রাশিয়া ও আমেরিকার সর্বোচ্চ কূটনৈতিক পর্যায়ে টেলিফোনে কথা হলো।

সিরিয়ার ইদলিব প্রদেশে মঙ্গলবার এক রাসায়নিক হামলায় অন্তত ৭০ জন নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের প্রমাণ উপস্থাপন  ছাড়া বৃহস্পতিবার সিরিয়ার জঙ্গিদের সঙ্গে সুর মিলিয়ে ঘোষণা করেন বাশার আল-আসাদ সরকার ওই হামলা চালিয়েছে। এরপর শুক্রবার তার নির্দেশে সিরিয়ার হোমস প্রদেশের একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন নৌবাহিনী।

টেলিফোন সংলাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ইদলিবে মঙ্গলবারের রাসায়নিক হামলা সিরিয়ার সরকার চালিয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।

আগামী মঙ্গলবার দু’দিনের সফরে টিলারসনের রাশিয়া যাওয়ার আগে এই টেলিফোনালাপ হলো।  ওই সফরে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ব্যাপারে মস্কো ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা দাবি করবে বলে  জানিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯

ট্যাগ