আফগানিস্তানে দায়েশের আরো ১২ সন্ত্রাসী নিহত
https://parstoday.ir/bn/news/world-i37832-আফগানিস্তানে_দায়েশের_আরো_১২_সন্ত্রাসী_নিহত
আফগানিস্তানের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অন্তত এক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৩, ২০১৭ ১৬:৪৬ Asia/Dhaka
  • আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসী
    আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসী

আফগানিস্তানের গোলযোগপূর্ণ পূর্বাঞ্চলে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের অন্তত এক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।

আজ (শনিবার) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নিরাপত্তা বাহিনী আফগান বিমান বাহিনীর সহযোগিতায় অভিযান চালালে দায়েশের অন্তত ১২ সন্ত্রাসী নিহত হয় বলে পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে আরো বিস্তারিত কিছু প্রকাশ করা হয় নি।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে উগ্র তাকফিরি গোষ্ঠী এবং তাদের সমর্থনপুষ্ট অন্যান্য গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত এক মাস ধরে আফগান নিরাপত্তা বাহিনী তাদের নির্মূলে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। আফগান ভূখণ্ডে হাজার হাজার বিদেশী সেনার উপস্থিতি সত্ত্বেও দেশটির  প্রায় এক ডজন প্রদেশে বিশেষ করে নানগারহার প্রদেশে তাকফিরি দায়েশ তাদের নৃশংস তৎপরতা ক্রমশ জোরদার করছে।

চলতি সপ্তাহের গোড়ার দিকে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই তার দেশে দায়েশের উত্থানের জন্য মার্কিন সরকারকে দায়ী করেন। তিনি বলেন, নিজের তৈরি দায়েশ জঙ্গিদের সঙ্গে যোগসাজশ বজায় রেখেছে ওয়াশিংটন।#

পার্সটুডে/বাবুল আখতার/১৩