কোমিকে ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প
-
জেমস কোমি- ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের গোপন যোগসাজশের বিষয়ে তদন্ত বন্ধ করার জন্য এফবিআই’র সাবেক পরিচালক জেমস কোমির প্রতি আহ্বান জানিয়েছিলেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবরে এ চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।
গত সপ্তাহে বরখাস্ত হওয়া এফবিআই’র সাবেক পরিচালক কোমি’র একটি ব্যক্তিগত নোটের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম এ খবর প্রচার করেছে। ওই নোটে কোমি লিখেছেন, হোয়াইট হাউজে এক সাক্ষাতে ফ্লিনের বিরুদ্ধে তদন্তের কথা উল্লেখ করে ট্রাম্প তাকে বলেছেন, “আমি আশা করছি আপনি এই বিষয়টি বাদ দিতে পারবেন।”
মাইকেল ফ্লিনের পদত্যাগের একদিন পর ট্রাম্পের সঙ্গে কোমির ওই সাক্ষাৎ হয়েছিল এবং সাক্ষাতের পরপরই ওই নোট লিখেছিলেন কোমি।
গত সপ্তাহে জেমস কোমিকে বরখাস্তের ঘটনা আমেরিকার রাজনৈতিক অঙ্গনকে ব্যাপকভাবে নাড়া দেয়। ট্রাম্পের সমালোচকরা তখন বলেছিলেন, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের নির্বাচনি প্রচার দলের গোপন যোগসাজশের অভিযোগের তদন্ত ভিন্নখাতে প্রবাহিত করার জন্যই কোমিকে বরখাস্ত করেছেন ট্রাম্প।

হোয়াইট হাউজ এক বিবৃতিতে যথারীতি এই খবরের সত্যতা অস্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বহুবার বলেছেন, জেনারেল ফ্লিন একজন দেশপ্রেমিক কর্মকর্তা এবং তিনি দেশের সেবা করেছেন তখন তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করার আহ্বান জানানোর প্রশ্নই ওঠে না।
ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে তার নির্বাচনি প্রচার দলের সদস্য ফ্লিন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে যোগাযোগ করেছেন বলে খবর বের হওয়ার পর গত ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ফ্লিন। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭