জুন ১৩, ২০১৭ ১৩:২৩ Asia/Dhaka
  • রাশিয়ার দোর গোড়ায় শুরু হয়েছে ন্যাটো জোটের বড় ধরণের মহড়া

ন্যাটো জোটের ১০ দেশ লিথুয়ানিয়ায় বড় ধরণের সামরিক মহড়া শুরু করেছে। রাশিয়ার দোর গোড়ায় সামরিক মহড়ার অংশ আয়োজিত মহড়ার অংশ হিসেবে এর আয়োজন করা হয়েছে। এতে পাঁচ হাজারের বেশি সেনা অংশ গ্রহণ করবে।

গতকাল থেকে শুরু হওয়া ‘আয়রন উলফ ২০১৭ নামের এ মহড়া চলতি মাসের ২৩ তারিখ পর্যন্ত চলবে। মহড়ায় স্থল যুদ্ধের অনুশীলন করা হবে এবং এটি দক্ষিণ, মধ্য এবং পূর্বাঞ্চলীয় লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হবে।

মহড়া জার্মান নেতৃত্বাধীন অগ্রবর্তী বাহিনী বা ইএফপি ব্যাটেলিয়ন গ্রুপের সক্ষমতা পরীক্ষা করা হবে। মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আমেরিকা, ব্রিটেনে, পোল্যান্ড এবং পর্তুগাল, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং নরওয়ে রয়েছে।# 

পার্সটুডে/মূসা রেজা/১৩

 

ট্যাগ