ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানাল রাশিয়া
(last modified Wed, 16 Aug 2017 18:27:14 GMT )
আগস্ট ১৭, ২০১৭ ০০:২৭ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতি জোরালো সমর্থন জানাল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দেশটির জাতীয় স্বার্থের অংশ। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের আরোপিত নতুন নিষেধাজ্ঞা অবৈধ এবং এতে কেবলমাত্র পরমাণু সমঝোতাই ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠী এ পরমাণু সমঝোতা করেছিল। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, ইরান যে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, তাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার লঙ্ঘন করা হয়নি। ঐতিহাসিক পরমাণু সমঝোতা অনুমোদনের জন্য ২০১৫ সালের জুলাই মাসে এটি গৃহীত হয়।

তিনি আরো বলেন, ক্ষেপণাস্ত্র ইরানের অভ্যন্তরীণ বিষয় এবং ইরানের ক্ষেপণাস্ত্র অর্জনের বিরুদ্ধে কোনো বাধা-নিষেধ আরোপ করা হয়নি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে এর বিরুদ্ধে কোনো আইনি নিষেধাজ্ঞাও আরোপ করা হয়নি।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এক তরফা ব্যবস্থা নিয়ে নিজ স্বার্থে এ সমঝোতার ভারসাম্য নষ্ট করতে চাইছে আমেরিকা।

পার্সটুডে/মূসা রেজা/১৬

 

ট্যাগ