১০ দিনের মধ্যে দ্বিতীয় দফা বিমান মহড়ায় নামল জাপান-আমেরিকা
(last modified Sat, 09 Sep 2017 17:01:02 GMT )
সেপ্টেম্বর ০৯, ২০১৭ ২৩:০১ Asia/Dhaka
  • জাপান ও আমেরিকার বিমান মহড়া
    জাপান ও আমেরিকার বিমান মহড়া

পূর্ব চীন সাগরের আকাশে মার্কিন বি১-বি বোমারু বিমানের সঙ্গে মহড়া চালিয়েছে জাপানের এফ-১৫ জঙ্গিবিমান। মহড়ায় দু দেশের দু’টি করে বিমান অংশ নিয়েছে।

উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিপরীতে সিউল যখন সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তখন এ মহড়া চালানো হলো। ১০ দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মার্কিন বোমারু বিমানের সঙ্গে মহড়া চালাল জাপানি জঙ্গিবিমান।

মহড়ায় অংশগ্রহণকারী মার্কিন বোমারু বিমান দু’টি গুয়ামের অ্যান্ডারসন বিমানঘাঁটি থেকে আকাশে ওড়ে।  

গত মাসেও মার্কিন বিমানবহরের সঙ্গে মহড়া চালিয়েছে জাপানি যুদ্ধবিমানের বহর। সে মহড়ায় জাপানি এফ-১৫ এবং মার্কিন এফ-৩৫ স্টিলথ বিমান অংশ নেয়। পিয়ংইয়ং জাপানের ওপর দিয়ে ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর গত মাসের ৩১ তারিখে কোরিয় উপদ্বীপের আকাশে এ মহড়া চালানো হয়।#

পার্সটুডে/মূসা রেজা/৯

 

ট্যাগ