আইএইএ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i47764
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না, তার সেই এখতিয়ার নেই। কয়েকটি দেশ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএ’র প্রতি যে আহ্বান জানাচ্ছে তারও সমালোচনা করেছেন তিনি।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ২৩, ২০১৭ ০১:৫৫ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ  ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না, তার সেই এখতিয়ার নেই। কয়েকটি দেশ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএ’র প্রতি যে আহ্বান জানাচ্ছে তারও সমালোচনা করেছেন তিনি।

রাশিয়ার বার্তা সংস্থা তাসকে শীর্ষ পর্যায়ের এ কূটনীতিবিদ বলেন, “ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছে তাকে কেউ কেউ এখন আলোচ্য বিষয়ে পরিণত করেছে। কিন্তু আমি সরাসরি এবং একদম স্পষ্ট করে বলতে চাই যে, পরমাণু সমঝোতার সেকসন টি নিয়ে যেসব কথা বলা হচ্ছে প্রকৃতপক্ষে তাতে সেসব আলোচনার অবকাশ নেই।”

আইএইএ প্রধান ইউকিয়া আমানো

পরমাণু সমঝোতার সেকসন টি-তে ইরানের জন্য যেকোনো রকমের পরমাণু অস্ত্র তৈরির প্রযুক্তি সম্পর্কিত কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি এমন কোনো দ্বৈত-ব্যবহারের সামগ্রি নিয়ে তেহরান কাজ করতে পারবে না যা পরমাণু ওয়ারহেডের নকশা তৈরির কাজে ব্যবহার করা যায়।

ইরান সবসময় বলে আসছে- তার কাছে কোনো পরমাণু অস্ত্র নেই এবং এ ধরনের অস্ত্র বানাতেও চায় না।

সের্গেই রিয়াবকভ বলেন, আইএইএ  ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না, কারণ সেকসন টি-তে এ সংস্থার যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, যদি বিষয়টি নিয়ে কোনো পক্ষ কথা বলতে চায় তাহলে যৌথ কমিশনের পরবর্তী বৈঠকে তা তুলতে হবে এবং সে পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে।#     

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১