পরমাণু সমঝোতা বাতিল হবে মারাত্মক ভুল: আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি
-
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, আমেরিকা যদি পরমাণু সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে ওয়াশিংটন মারাত্মক ভুল করবে। ঐতিহাসিক এ সমঝোতার প্রতি রাশিয়া অনুগত থাকবে বলেও মস্কো ঘোষণা দিয়েছে।
রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ বলেন, "আমরা ধীরে ধীরে এ উপসংহারে পৌঁছেছি যে, আমেরিকা অভ্যন্তরীণভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিংবা নিতে যাচ্ছে। কিন্তু এটা হবে আমেরিকার পররাষ্ট্রনীতিতে বড় রকমের ভুল; আমেরিকার জন্য হবে বড় রকমের ভুল হিসাব।"

রিয়াবকভ বলেন, ইউরোপ ও চীনের সঙ্গে মিলে রাশিয়া এ সমঝোতা রক্ষা করার জন্য সব রকমের চেষ্টা চালাবে। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট গতকাল (শুক্রবার) যে কথা বলেছেন সে বিষয়ে আলোচনার জন্য দেশটি ইরানকে কোনো আমন্ত্রণ জানায় নি। এ ঘটনা প্রমাণ তারা পরমাণু সমঝোতা লঙ্ঘন করতে চান।
গতকাল হোয়াইট হাউজ জানিয়েছে, “শেষবারের মতো প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকলেন। তবে আগামী ১২০ দিনের মধ্যে ইউরোপীয় মিত্রদের সঙ্গে বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠা করে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।”#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩