তেহরানের সঙ্গে সম্পর্ক গভীর করতে মস্কো বদ্ধপরিকর: রিয়াবকভ
-
বৃহস্পতিবার তেহরানে আরাকচির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন রিয়াবকভ
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ইরানের সঙ্গে তার দেশের সম্পর্ক আরো শক্তিশালী করতে মস্কোর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার তেহরানে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা জানান।
আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুই উপ পররাষ্ট্রমন্ত্রী আলাপ করেন।
এ সময় রিয়াবকভ বলেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলেও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে এ সমঝোতা অক্ষুণ্ন থাকবে এবং মস্কো তা আগের মতো মেনে চলবে। তিনি বলেন, তেহরানের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী ও গভীর করতে মস্কো দৃঢ়প্রতিজ্ঞ।

২০১৫ সালের জুলাই মাসে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়াকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এটির বাস্তবায়ন শুরু হয়।
ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আনার মাধ্যমে দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে সমঝোতাটি সই হলেও আমেরিকা শুরু থেকেই এটি বাস্তবায়নে গড়িমসি করে আসছিল। শেষ পর্যন্ত গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেয়ার ঘোষণা দিয়েছেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১