আড়াই কোটি মেক্সিকানকে জাপানে পাঠানোর হুমকি দিয়েছেন ট্রাম্প
(last modified Sat, 16 Jun 2018 07:18:52 GMT )
জুন ১৬, ২০১৮ ১৩:১৮ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) ও অ্যাবে
    ট্রাম্প (বামে) ও অ্যাবে

মেক্সিকোর আড়াই কোটি নাগরিককে জাপানে পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে কানাডার কুইবেক শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের শীর্ষ সম্মেলনের সময় ট্রাম্প জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবেকে এই হুমকি দেন।  

কুইবেক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের যেসব উদ্ভট বক্তব্যে জি-সেভেনের নেতারা মর্মাহত বা বিব্রত হয়েছেন এটি ছিল তার অন্যতম। সম্মেলনে উপস্থিত একজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে গতকাল (শুক্রবার) মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল একথা জানিয়েছে। অবশ্য, অন্য নেতারা ট্রাম্পের এমন বেফাঁস কথাবার্তার জন্য আগে থেকেই খানিকটা সতর্ক ছিলেন।

বৈঠকের এক পর্যায়ে ট্রাম্প অভিবাসনকে ইউরোপের জন্য বড় সমস্যা উল্লেখ করে জাপানের প্রধানমন্ত্রীকে বলেন, “শিনজো, আপনার তো এ সমস্যা নেই তবে আমি আপনার জন্য মেক্সিকোর আড়াই কোটি জনগণকে পাঠাতে পারি এবং আপনি খুব দ্রুতই অফিস ছাড়তে বাধ্য হবেন।” ট্রাম্পের এ মন্তব্যে বৈঠকস্থলে বিরক্তি পরিবেশ তৈরি হয়।

এবারের জি-সেভেন সম্মেলনটি ট্রাম্পের এ ধরনের বেফাঁস মন্তব্য ও চূড়ান্ত ঘোষণা প্রত্যাখ্যান করার কারণে এক রকমের বিশৃঙ্খলার মধ্যদিয়ে শেষ হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬   

ট্যাগ