ইরানের সঙ্গে সামরিক সংঘাতে আমেরিকা পরাজিত হবে: ফরেন পলিসি
(last modified Sun, 01 Jul 2018 10:23:14 GMT )
জুলাই ০১, ২০১৮ ১৬:২৩ Asia/Dhaka
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস
    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস

মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতিতে ধারাবাহিকভাবে ভাটা পড়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় যে স্বীকারোক্তি দিয়েছে তা থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে সামরিক সংঘাত বাধলে আমেরিকা পরাজিত হবে। মার্কিন সাপ্তাহিক ‘ফরেন পলিসি’ এক প্রতিবেদনে এ মন্তব্য করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার সামরিক প্রস্তুতি দিন দিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। বহু সামরিক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বহু জঙ্গিবিমানকে আর আকাশে ওড়ানো সম্ভব নয় এবং এমন অনেক রণতরী রয়েছে যেগুলো সাগরে নামালে পরস্পরের সঙ্গে সংঘর্ষ বেধে যাবে।

এ অবস্থায় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস ও তার ঘনিষ্ঠ উপদেষ্টারা মনে করছেন, এ ধরনের ক্ষয়িষ্ণু সামরিক শক্তি নিয়ে ইরানের মোকাবিলায় গেলে আমেরিকাকে পরাজিত হতে হবে।

আমেরিকার এসব জঙ্গিবিমানকে আর আকাশে ওড়ানো সম্ভব নয়

ফরেন পলিসির প্রতিবেদনে আরো বলা হয়েছে, যেসব মার্কিন সেনা কমান্ডার ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার বিরোধী তাদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং জিম ম্যাটিস নিজেই তাদের দলে যোগ দিয়েছেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১

ট্যাগ