মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে সব পথ খোলা রয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i63771-মার্কিন_নিষেধাজ্ঞার_জবাব_দিতে_সব_পথ_খোলা_রয়েছে_রাশিয়া
মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে সব পথ খোলা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ শুক্রবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
আগস্ট ২৫, ২০১৮ ০৭:২২ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ

মার্কিন নিষেধাজ্ঞার জবাব দিতে সব পথ খোলা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকোভ শুক্রবার মস্কোয় এক বক্তব্যে এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ক্রেমলিন এখনো ওয়াশিংটনের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার কোনো আগ্রহ দেখতে পায়নি। এ ছাড়া, গতমাসে হেলসিংকিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার মার্কিন সমকক্ষ ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে পরীক্ষামূলক সমঝোতা হয়েছে তাও পুনর্বিবেচনা করে দেখছে ওয়াশিংটন।

রিয়াবকোভ এমন সময় এসব কথা বললেন যখন রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব কমানোর জন্য মস্কো এরইমধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে রয়েছে ইরান, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করা, মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো এবং প্রাচ্যের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার।

ভ্লাদিমির পুতিন

এর আগে রাশিয়ার বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অগঠনমূলক ও অর্থহীন’ আখ্যা দেনে রুশ প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার বেশ কয়েকটি কোম্পানি ও কয়েক ব্যক্তির ওয়াশিংটন বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর পুতিন ওই মন্তব্য করেন।

মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব যাতে রাশিয়ার ওপর না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে পুতিন তার সাম্প্রতিক পুনর্নিবাচনের সময় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। অনেকে মনে করছেন, পুতিন এরইমধ্যে সেসব ব্যবস্থা গ্রহণ করেছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসব ব্যবস্থার প্রথম পদক্ষেপ হিসেবে তুরস্ক, ইরান ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করেছেন পুতিন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫