রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞা গ্রহণযোগ্য নয়: রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i65676-রাশিয়া_বিরোধী_নিষেধাজ্ঞা_গ্রহণযোগ্য_নয়_রুশ_উপ_পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা একদিকে চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে অন্যদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৯, ২০১৮ ১৬:৫৪ Asia/Dhaka
  • সের্গেই রিয়াবকভ
    সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমেরিকা একদিকে চাপ প্রয়োগ ও নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে অন্যদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানাচ্ছে।

রিয়াবকভ আজ মস্কোয় এক বক্তব্যে বলেন, আমেরিকা একের পর এক যেসব নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে তার প্রত্যুত্তর দেয়াকে অপ্রয়োজনীয় মনে করছে মস্কো।

মার্কিন অর্থ মন্ত্রণালয় সম্প্রতি রাশিয়ার তিন ব্যক্তি ও নয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন দাবি করেছে, ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভূক্ত করা এবং পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের অস্থিতিশীলতায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাত রয়েছে।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতি ‘অগ্রহণযোগ্য’ এবং তা ওয়াশিংটন-মস্কো সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় অন্তরায় হিসেবে কাজ করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯