আফগানিস্তানে মার্কিন বোমা হামলায় নারী-শিশুসহ ২৩ জন নিহত: জাতিসংঘ
নভেম্বর ৩০, ২০১৮ ১৯:০১ Asia/Dhaka
আফগানিস্তানের দক্ষিণে হেলমান্দ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আজ আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রাথমিক তদন্তে জানা গেছে, হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। তালেবান জঙ্গিদের সঙ্গে আফগান সৈন্যদের এক সংঘর্ষের সময় মার্কিন বাহিনী ওই হামলা চালায়। হামলার পর মার্কিন বাহিনী দাবি করেছিল, তারা তালেবানের অবস্থানের ওপর হামলা চালিয়েছে। কিন্তু বাস্তবে তারা ওই এলাকার বেসামরিক মানুষের ওপর নির্মমভাবে বোমাবর্ষণ করেছে।
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন