ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করা হলে ‘জঘন্য দৃশ্যপট’ তৈরি হবে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i67922
রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হলে ‘জঘন্য দৃশ্যপট’ তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি বয়ে আনবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৬:১৯ Asia/Dhaka
  • রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হলে ‘জঘন্য দৃশ্যপট’ তৈরি হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ ধরনের হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

রিয়াবকভ বলেন, “ভেনিজুয়েলা ইস্যুতে যে সমস্ত তথ্য পাচ্ছি যাচ্ছে তাতে আমরা খুবই চিন্তিত। এ সম্পর্কে মস্কো আগে খুব বেশি মনযোগ দেয় নি কিন্তু যখন মেক্সিকো ও উরুগুয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে তখন বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে।”

উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে ভেনিজুয়েলা সংক্রান্ত কন্টাক্ট গ্রুপ বৈঠক করেছে। এ সম্পর্কে তিনি বলেন, কন্টাক্ট গ্রুপের বৈঠক নিয়ে এখনই বেশি কিছু বলা ঠিক হবে না। তবে যদি এ বৈঠকের ফলাফল এমন হয় যে যার কারণে ভেনিজুয়েলার বৈধ সরকারের ওপর চাপ সৃষ্টি হয়, তাহলে তা হবে খুবই দুঃখজনক কারণ এটি আরেকটি নেতিবাচক কিছু ডেকে আনবে।

ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসনের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প

সের্গেই রিয়াবকভ বলেন, ভেনিজুয়েলা ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন, কারাকাস ও মানবিক সংগঠনগুলোর সঙ্গে রাশিয়া ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে।

ভেনিজুয়েলার সংকটে মার্কিন সরকার সামরিক অভিযান চালাতে চাইলেও লাতিন আমেরিকার দেশগুলো সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করতে ইচ্ছুক। ইউরোপীয় ইউনিয়ন নতুন নির্বাচন দেয়ার জন্য ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ সৃষ্টি করেছে।#         

পার্সটুডে/এসআইবি/৭