ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১৪:২৪ Asia/Dhaka
  • বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা
    বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা

আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের শিকাগো শহরের কাছে একটি বাণিজ্যিক এলাকায় বন্দুকধারীর গুলিতে অন্তত ৫ জন নিহত হয়েছেন। তবে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে পুলিশের ৫ সদস্য।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে যে, গ্যারি মার্টিন নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি গতকাল (শুক্রবার) হেনরি প্রাটি কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এর আগে ওই কোম্পানির একটি ফ্যাক্টরি থেকে হেনরিকে বহিষ্কার করা হয়েছিল। শিকাগো থেকে ৪০ মাইল পশ্চিমে অরোরা উপশহর অবস্থিত।  

বন্দুকধারীর হামলার পর নিরাপত্তা বাহিনীর তৎপরতা

ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে হামলার বর্ষপূর্তির একদিন পর শুক্রবার এ হামলার ঘটনা ঘটলো। পার্কল্যান্ডের ওই স্কুলে গত বছরের হামলায় অন্তত ১৭ জন নিহত হয়।

অরোরা পুলিশ প্রধান ক্রিসেন জিমেন সংবাদ সম্মেলনে জানান, স্থানীয় সময় বেলা ১টা ২৪ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।#

পার্সটুডে/এসআইবি/১৬

ট্যাগ