গুয়াইডোকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ভেনিজুয়েলা
(last modified Fri, 29 Mar 2019 04:37:07 GMT )
মার্চ ২৯, ২০১৯ ১০:৩৭ Asia/Dhaka
  • হুয়ান গুয়াইডো
    হুয়ান গুয়াইডো

ভেনিজুয়েলার সরকার দেশটির বিরোধী নেতা ও সংসদ স্পিকার হুয়ান গুয়াইডোকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর আওতায় গুয়াইডো কোনো সরকারি অফিসের দায়িত্ব পালন করতে পারবেন না।

গুয়াইডোর বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করেছেন ভেনিজুয়েলার অডিটর জেনারেল এলভিস আমোরোসোন। জাতীয় টেলিভিশন চ্যানেলে তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, তার অফিস সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচিত সমস্ত সরকারি অফিস থেকে গুয়াইডোকে ১৫ বছরের জন্য নিষিদ্ধ করা হবে।

আমোরোসোন বলেন, গুয়াইডো স্পিকার হিসেবে শপথ নেয়ার সময় মিথ্যা তথ্য দিয়েছেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে অনিয়ম করেছেন।

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

অডিটর জোনরেলের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা দেয়ার পর গুয়াইডো বলেছেন, তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের জন্য সব রকমের প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা ও গুয়াইডোর অনড় অবস্থান ঘোষণার কারণে মনে করা হচ্ছে- দেশটির রাজনৈতিক সংকট ও বিভাজন আরো জোরদার হলো। আমেরিকা গুয়াইডোকে সমর্থন দিয়ে আসছে; অন্যদিকে রাশিয়া, চীন ও ইরানসহ বহু দেশ মাদুরো সরকারকে সমর্থন দিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/এআর/২৯

ট্যাগ