ইরানকে ‘ব্ল্যাক মেইল’ করার জন্য আমেরিকা চাপ সৃষ্টি করছে: রাশিয়া
-
সের্গেই রিয়াবকভ
রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ব্ল্যাক মেইল করার জন্য আমরিকা চাপ সৃষ্টি করছে। তিনি আরো বলেছেন, ইরানের সঙ্গে আলোচনায় বসার ক্ষেত্রে আমেরিকা মোটেই আন্তরিক নয়। রাশিয়ার একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ এসব কথা বলেছেন। গতকাল (বুধবার) তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়।
রাশিয়ার একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রিয়াবকভ এসব কথা বলেছেন। গতকাল (বুধবার) তার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়। তিনি বলেন, কোনো বিকল্প না দিয়েই আমেরিকা ইরানের বিরুদ্ধে চাপ সৃষ্টি করছে।

রিয়াবকভ বলেন, “আমরা দেখছি আমেরিকার একটা অংশ থেকে ইরানের বিরুদ্ধে মারাত্মক চাপ সৃষ্টি করা হচ্ছে; আর এসব করা হচ্ছে ইরানকে ব্ল্যাক মেইল করার জন্য। একইসময়ে আমেরিকার হাতে কোনো ইতিবাচক এজেন্ডা নেই যা বিকল্প কোনো পথ দেখাবে। শীর্ষ পর্যায় থেকেও শুধু মুখে মুখে সংলাপের কথা বলা হচ্ছে কিন্তু এ বিষয়ে বাস্তবভিত্তিক কিছু করা হচ্ছে না।”
রুশ এ কূটনীতিক বলেন, “আমেরিকা যদি ইরানের সঙ্গে সংলাপ চাইত তাহলে তারা আলোচনার বিনিময়ে ইরানের জন্য কী প্রস্তাব দিতে চায় তা পরিষ্কার করত।”#
পাসটুডে/এসআইবি/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।