মার্কিন স্বপ্নের মৃত্যু হচ্ছে: বিশ্লেষক
-
চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ নিয়ে কথা বলেন ডেনিস এটলার
মার্কিন স্বপ্নের মৃত্যু হচ্ছে এবং চীনের স্বপ্ন দিন দিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থা পরিলক্ষিত হচ্ছে বাড়ির মালিকানা, উচ্চ বেতন এবং উন্নত জীবনযাপনের ক্ষেত্রে। এসব ক্ষেত্রে চীন আমেরিকার চেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মার্কিন বিশ্লেষক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ডেনিস এটলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি বক্তব্যের ওপর মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেছেন ক্যালিফোর্নিয়ার ক্যাব্রিলো কলেজের নৃবিজ্ঞানের সাবেক এ অধ্যাপক। গত মঙ্গলবার নিউইয়র্কে ইকোনমিক ক্লাবে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৃহত্তর চুক্তির প্রথম ধাপে যদি পৌঁছানো সম্ভব না হয় তাহলে তিনি চীনের বিরুদ্ধে আরও অনেক বেশি শুল্ক আরোপ করবেন।

ডেনিস এটলার বলেন, “ট্রাম্প এ বক্তব্যের মধ্যদিয়ে নিজেকে আমেরিকার লৌহমানব হিসেবে দেখানোর চেষ্টা করছেন। বারবার তিনি এ ধরনের কথা বললেও পরে তা ফাঁকা বুলি হিসেবে প্রমাণিত হয়েছে। ট্রাম্প এমন সব চুক্তি মেনে নিয়েছেন যা আমেরিকার লক্ষ্য-উদ্দেশ্য হাসিল করে নি কিন্তু ট্রাম্প দাবি করেছেন তিনি তাতে সফল হয়েছেন।”
ডেনিস এটলার আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে সমস্ত কথাবার্তা বলছেন তাতে তিনি আমেরিকার অর্থনৈতিক উন্নয়নের কথা বললেও প্রকৃতপক্ষে তা হয় নি বরং অর্থনীতির যে ধারা অব্যাহত রয়েছে তা ওবামার আমলের সুফল। মার্কিন বিশ্লেষক বলেন, যদিও বলা হচ্ছে দেশে এ মুহূর্তে বেকারত্বের হার ঐতিহাসিকভাবে সবচেয়ে কম কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমস্ত কর্মসংস্থান হয়েছে তা নিম্নমানের, বেতন ভাতা কম এবং জীবনযাত্রা চালিয়ে নিতে বেশিরভাগ মানুষ দুই-তিনটা চাকরি করতে বাধ্য হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/১৫