লিবিয়ার সরকারি বাহিনী বিমান হামলায় বিদ্রোহী কয়েক কমান্ডার নিহত
(last modified Sun, 29 Mar 2020 12:55:18 GMT )
মার্চ ২৯, ২০২০ ১৮:৫৫ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাদের বিমান হামলায় কয়েকজন বিদ্রোহী কমান্ডার নিহত হয়েছে। লিবিয়ার গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত এসব কমান্ডার নিহত হয়।

লিবিয়ার সরকারি বাহিনীর মুখপাত্র মুহাম্মাদ গুনুনু আজ (রোববার) জানান, সিত্রে শহরের আল-ওয়াশকা এলাকায় কথিত লিবিয়ান ন্যাশনাল আর্মির কমান্ডিং সেন্টার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

জেনারেল খলিফা হাফতার

গুনুনু জানান, বিমান হামলায় খলিফা হাফতারের বাহিনীর ১০ জন কমান্ডার নিহত হয়। এর মধ্যে কমান্ডার সালেম দেরিয়াক রয়েছে। বিদ্রোহী এ কমান্ডার সিত্রে  শহর দখলের অভিযানে নেতৃত্ব দিয়েছিল।  

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানে নিহত হওয়ার পর থেকে দেশটি মারাত্মক গোলযোগের মধ্যে রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯

ট্যাগ