ভিসা বন্ধ করার মার্কিন হুমকি গ্রহণযোগ্য নয়: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i79011-ভিসা_বন্ধ_করার_মার্কিন_হুমকি_গ্রহণযোগ্য_নয়_রাশিয়া
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কোনো দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেয়ার যে হুমকি দিয়েছেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২০ ০৫:৫৭ Asia/Dhaka
  • রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ
    রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো কোনো দেশের নাগরিকদের জন্য আমেরিকার ভিসা বন্ধ করে দেয়ার যে হুমকি দিয়েছেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।

রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, বিশ্বব্যাপী যখন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে তখন আমেরিকা কোনো অজুহাতেই ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

তিনি শনিবার মস্কোয় এক বক্তব্যে আরো বলেন, করোনার এই প্রকোপের সময় আমেরিকার নীতিতে মৌলিক যেকোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

ট্রাম্প শুক্রবার এক বক্তব্যে বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া সত্ত্বেও যেসব দেশ আমেরিকায় আটকে পড়া নিজ নাগরিকদের দ্রুততার সঙ্গে ফিরিয়ে নিতে ব্যর্থ হবে সেসব দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করে দেবে আমেরিকা।#

পার্সটুডে/এমএমআই/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।