ব্রায়ান হুকের প্রলাপ: ‘চাপের মুখে ইরান হতাশ হয়ে পড়েছে’
-
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইরান অ্যাকশন’ গ্রুপের প্রধান ব্রায়ান হুক
আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতির কারণে ইরানের পররাষ্ট্রনীতি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘ইরান অ্যাকশন’ গ্রুপের প্রধান ব্রায়ান হুক।
তিনি গতকাল (রোববার) ইহুদিবাদী ইসরাইলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। হুক দাবি করেন, আমেরিকার চাপের কারণে ইরান হতাশ হয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব হারাচ্ছে।
এর আগে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তার সরকারের চাপের কারণে ইরানের শক্তি কমে এসেছে।

মার্কিন কর্মকর্তারা এমন সময় এ দাবি করলেন, যখন ইরাক ও সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে ওই দুই দেশের সন্ত্রাস বিরোধী যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইরান। সেইসঙ্গে ইরান ঘোষণা করেছে, মধ্যপ্রাচ্যের অন্য যেকোনো দেশ সন্ত্রাসী বিরোধী যুদ্ধে সাহায্য চাইলে তেহরান তা দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। এ ছাড়া, ট্রাম্প এমন সময় ইরান ‘দুর্বল হয়ে পড়েছে’ বলে দাবি করলেন যখন মহাকাশ গবেষণায় চূড়ান্ত সাফল্য দেখিয়ে তেহরান গত বুধবার একটি কৃত্রিম সামরিক উপগ্রহ পৃথিবীর কক্ষপথে স্থাপন করেছে।#
পার্সটুডে/এমএমআই/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।