ভেনিজুয়েলায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়িত ৪০ জন আটক
https://parstoday.ir/bn/news/world-i79785-ভেনিজুয়েলায়_সরকার_বিরোধী_ষড়যন্ত্রে_জড়িত_৪০_জন_আটক
ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৪০ জন আটক হলেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
মে ১১, ২০২০ ১৬:২১ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার প্রেসিডেন্ট
    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট

ভেনিজুয়েলা সরকারের বিরুদ্ধে সাম্প্রতিক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৪০ জন আটক হলেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত বলে দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

ভেনিজুয়েলার সেনা কমান্ডার অ্যাডমিরাল রেমিখিও সেবালোস এক টুইটার বার্তায় বলেছেন, গত রোববার আরও ১১ জন আটক হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, ভারগাস রাজ্যে সশস্ত্র বাহিনীর হাতে আট জন আটক হয়েছে। এছাড়া অন্য এলাকা থেকেও তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে আমেরিকার একদল ভাড়াটে সেনা সমুদ্রপথে ভেনিজুয়েলায় প্রবেশের চেষ্টা করে কিন্তু অনুপ্রবেশকরীরা ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনীর হামলার মুখে পড়ে। এতে অন্তত আট মার্কিন সেনা নিহত এবং দুই মার্কিন সেনাসহ কয়েক জন আটক হয়।

আটক ব্যক্তিরা এরইমধ্যে স্বীকার করেছে যে, তারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের জন্য ভেনিজুয়েলা এসেছিল এবং তাদের জন্য মাদুরোকে আমেরিকায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশনা ছিল।#

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।