ত্রিপোলি দখলের জন্য হামলা জোরদার করেছে বিদ্রোহীরা
(last modified Mon, 11 May 2020 14:22:04 GMT )
মে ১১, ২০২০ ২০:২২ Asia/Dhaka
  • ত্রিপোলিতে বিদ্রোহীদের হামলা
    ত্রিপোলিতে বিদ্রোহীদের হামলা

লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের জন্য বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলারা হামলা জোরদার করেছে। এজন্য তারা ব্যাপকভাবে ত্রিপোলির দক্ষিণ অংশে গোলা ও বোমাবর্ষণ করেছে।

রাজধানীবাসী জানিয়েছে, গেরিলারা পানির প্রধান সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়েছে যার কারণ ত্রিপোলিতে পানির সরবরাহ বিঘ্নিত হচ্ছে। লড়াইয়ের তীব্রতার কারণে বেসামরিক লোকজনের কেউ কেউ রাজধানী ছাড়ার পরিকল্পনা নিয়েছেন।

এছাড়া, বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে, গ্যাস সরবরাহ কমে গেছে এবং ব্যাংকের তরল অর্থের সংকট দেখা দিয়েছে বলে অন্য এক রিপোর্ট থেকে জানা গেছে।

বিদ্রোহীরা গত বছরের এপিল মাস থেকে রাজধানী ত্রিপোলি দখলের জন্য লড়াই চালিয়ে আসছে। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অনুগত সেনারা গত বেশ কিছুদিন ধরে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে এবং কয়েকটি শহর মুক্ত করেছে।

বিদ্রোহী নেতা জেনারেল হাফতারকে সমর্থন দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। অন্যদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলিভিত্তিক সরকারকে সমর্থন দিচ্ছে তুরস্ক।#

পার্সটুডে/এসআইবি/১১

ট্যাগ