মার্কিন কংগ্রেসে আবার ইরানবিরোধী নিষেধাজ্ঞার বিল; বাদ পড়েনি রাশিয়াও
https://parstoday.ir/bn/news/world-i80588-মার্কিন_কংগ্রেসে_আবার_ইরানবিরোধী_নিষেধাজ্ঞার_বিল_বাদ_পড়েনি_রাশিয়াও
মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা প্রণয়ন করেছেন। গতকাল (বুধবার) প্রকাশিত ১১১ পৃষ্ঠার এই পরিকল্পনায় ইরানের ব্যাপারে মার্কিন নীতি নির্ধারণের জন্য ট্রাম্প প্রশাসনককে ২৫টি পরামর্শ দেয়া হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ১১, ২০২০ ০৯:৪৩ Asia/Dhaka
  • মার্কিন কংগ্রেসে আবার ইরানবিরোধী নিষেধাজ্ঞার বিল; বাদ পড়েনি রাশিয়াও

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা প্রণয়ন করেছেন। গতকাল (বুধবার) প্রকাশিত ১১১ পৃষ্ঠার এই পরিকল্পনায় ইরানের ব্যাপারে মার্কিন নীতি নির্ধারণের জন্য ট্রাম্প প্রশাসনককে ২৫টি পরামর্শ দেয়া হয়েছে।

এসব পরামর্শের মধ্যে রয়েছে লেবাননকে মার্কিন সাহায্য বন্ধ করে দেয়া এবং ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠনকে কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কালো তালিকায় অন্তর্ভুক্ত করা।

কংগ্রেসের ‘রিপাবলিকান স্টাডি কমিটি’তে পরিকল্পনাটি উত্থাপন করেন ১৩ রিপাবলিকান আইনপ্রণেতা। এতে বলা হয়েছে, মার্কিন প্রশাসন যেন ইরানের ব্যাপারে আরো কঠোর নীতি অবলম্বন করে।

লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল

পরিকল্পনার আরো কয়েকটি প্রস্তাবনা হচ্ছে লেবাননের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিলকে নিষেধাজ্ঞার আওতায় আনা এবং ইরানের সঙ্গে বাণিজ্য করার ক্ষেত্রে ইরাককে দেয়া ছাড় প্রত্যাহার করা।

মার্কিন রিপাবলিকান আইনপ্রণেতারা রাশিয়াকেও একহাত নিতে ছাড়েননি। তারা দাবি করেছেন, রাশিয়া ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি, লেবাননের হিজবুল্লাহ ও আফগানিস্তানের তালেবানকে পৃষ্ঠপোষকতা দেয়। এ কারণে তারা রাশিয়াকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে ঘোষণা করারও আহ্বান জানিয়েছেন। #

পার্সটুডে/এমএমআই/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।