এবার ইরানের বিরুদ্ধে মানব পাচার রোধে ব্যবস্থা না নেয়ার অভিযোগ
https://parstoday.ir/bn/news/world-i80959-এবার_ইরানের_বিরুদ্ধে_মানব_পাচার_রোধে_ব্যবস্থা_না_নেয়ার_অভিযোগ
মার্কিন সরকার ‘মানব পাচার’ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে এবং এতে মানব চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ‘মানব পাচার’ রোধে সবচেয়ে ব্যর্থ দেশগুলোর তালিকায় ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুন ২৬, ২০২০ ০৭:৩৩ Asia/Dhaka
  • মানব পাচার রোধ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
    মানব পাচার রোধ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন সরকার ‘মানব পাচার’ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে এবং এতে মানব চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য ইরানকে অভিযুক্ত করা হয়েছে। প্রতিবেদনে ‘মানব পাচার’ রোধে সবচেয়ে ব্যর্থ দেশগুলোর তালিকায় ইরানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইরানবিরোধী অভিযোগে ভরপুর এই প্রতিবেদনে বলা হয়েছে: মানব পাচার বন্ধের ন্যুনতম মানগুলো ধরে রাখতে তেহরান ব্যর্থ হয়েছে এবং দেশটি এই কাজে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না।

মার্কিন সরকার প্রতি বছর সন্ত্রাসবাদ, মানবাধিকার ও মানব পাচারসহ আরো নানা বিষয়ে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এসব প্রতিবেদনে ইরানকে সবচেয়ে খারাপ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। মিথ্যা তথ্য ও প্রমাণ অযোগ্য দলিল ব্যবহার করে এসব প্রতিবেদন তৈরি করে আমেরিকা।        

আমেরিকা এমন সময় ইরানের বিরুদ্ধে মানব পাচার রোধে ব্যর্থতার অভিযোগ আনল যখন মহান ইসলামি শিক্ষার আলোকে লিখিত ইরানের সংবিধান ও অন্যান্য আইনে মানুষের মর্যাদাকে সর্বোচ্চ স্থানে রাখা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।