জুন ৩০, ২০২০ ২২:৫৭ Asia/Dhaka
  • ইমরান খান
    ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করাচি স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার জন্য ভারতকে দায়ী করেছেন। গতকাল (সোমবার) পাকিস্তানের বন্দরনগরী করাচি স্টক এক্সচেঞ্জ ভবনে রক্তক্ষয়ী সন্ত্রাসী হামলা হয়। এতে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনজন নিহত হন।

এ প্রসঙ্গে পাকিস্তানের জাতীয় সংসদে আজ মঙ্গলবার বক্তৃতা দেয়ার সময় ইমরান খান বলেন, তার কোনো সন্দেহ নেই যে, এই হামলার পেছনে ভারত রয়েছে। পাক প্রধানমন্ত্রী বলেন, “গত দুই মাস ধরে আমার মন্ত্রিসভা জানে, আমি আবার মন্ত্রীদেরকে জানিয়েছি এবং আমাদের সমস্ত সংস্থা উচ্চ সতর্কতায় ছিল।”

হামলার পর পাক নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতা

করাচি স্টক এক্সচেঞ্জ ভবনে হামলার জন্য পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও ভারতকে দায়ী করেছেন। তিনি বলেন, ভারতসৃষ্ট স্লিপার সেল এই হামলা চালিয়েছে। তবে ভারত ওই হামলায় জড়িত থাকার যেকোনো অভিযোগ অস্বীকার করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, করাচিসহ বিশ্বের যেখানেই সন্ত্রাসবাদ হোক না কেন ভারত তার নিন্দা জানাতে দ্বিধা করে না।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ