আবারো মার্কিন গোয়েন্দা বিমানকে রুশ বিমানের তাড়া
-
মার্কিন গোয়েন্দা বিমান
কৃষ্ণ সাগরের আকাশে দুটি মার্কিন গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। মার্কিন বিমান দুটি রাশিয়ার আকাশসীমার দিকে এগিয়ে যাচ্ছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার সামরিক বাহিনীর রাডারে আমেরিকার গোয়েন্দা বিমান দুটি ধরা পড়ার পর একটি এসইউ-২৭ জঙ্গিবিমান মার্কিন বিমান দুটিকে তাড়া করে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের কোনো ঘটনা মস্কো বরদাশত করবে না।

গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার এয়ার স্পেস কন্ট্রোল সিস্টেম কৃষ্ণ সাগরের আকাশে বহু সংখ্যক বিমানকে শনাক্ত করেছে যারা রাশিয়ার সীমান্ত লঙ্ঘনের চেষ্টা করেছে। এমন সর্বশেষ ঘটনা ঘটেছিল ৩০ জুলাই। ওইদিন আমেরিকার একটি বিমান রাশিয়ার আকাশের দিকে যাওয়ার চেষ্টা করলে একটি এসইউ-২৭ জঙ্গিবিমান মার্কিন বিমানটিকে ধাওয়া করে।
রাশিয়ার রাডারে প্রায় সময়ই আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমানসহ ন্যাটো বাহিনীর বহুসংখ্যক বিমান সনাক্ত করা হচ্ছে। রাশিয়া এসব ঘটনাকে উসকানি হিসেবে দেখছে।#
পার্সটুডে/এসআইবি/৬