হেরে গেলে ক্ষমতা ছাড়তে চাইবেন না ট্রাম্প: স্যান্ডার্স
(last modified Sun, 06 Sep 2020 03:00:54 GMT )
সেপ্টেম্বর ০৬, ২০২০ ০৯:০০ Asia/Dhaka
  • বার্নি স্যান্ডার্স
    বার্নি স্যান্ডার্স

মার্কিন কংগ্রেসের সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি আসন্ন নির্বাচনে হেরে যান তাহলে তিনি ক্ষমতা ছাড়তে চাইবে না। গতকাল (শুক্রবার) দেয়া এক সাক্ষাৎকারে বার্নি স্যান্ডার্স একথা বলেন।

তিনি মার্কিন কংগ্রেস এবং গণমাধ্যমগুলোকে ট্রাম্পের ক্ষমতা না ছাড়া ঘটনা প্রত্যক্ষ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। স্যান্ডার্স বলেন, এটি কোনো অলস মস্তিষ্কের চিন্তা-ভাবনা নয় বরং দুজন ডোনাল্ড ট্রাম্পই এমন ইঙ্গিত দিয়েছেন।

এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ট্রাম্প কিছুদিন আগে দেয়া তার এক বক্তৃতায় বলেছেন, “এই নির্বাচনে তারা আমাদেরকে শুধুমাত্র কারচুপির মাধ্যমে হারাতে পারে।”

ডোনাল্ড ট্রাম্প

বার্নি স্যান্ডার্স বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় এই বক্তব্য দিচ্ছেন যখন সমস্ত জাতীয় পর্যায়ের জরিপে বলা হচ্ছে জনপ্রিয়তায় ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে রয়েছেন।

আমেরিকার এ প্রবীণ সিনেটর বলেন, দেশের জনগণকে সতর্ক থাকতে হবে- যেকোনো খারাপ পরিস্থিতি মোকাবেলার জন্য।#

পার্সটুডে/এসআইবি/৬

ট্যাগ