যুক্তরাষ্ট্রে থেমে নেই বর্ণবাদবিরোধী বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i83124
যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরসাথে রয়েছে পুলিশের অমানবিক নির্যাতন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১৮:০৪ Asia/Dhaka

যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরসাথে রয়েছে পুলিশের অমানবিক নির্যাতন।

একটি প্রতিবেদনে বলা হয়েছে,এ পর্যন্ত আমেরিকায় পুলিশের সরাসরি গুলিতে ১১৫ জন আহত হয়েছে। মিনেসোটার মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গ নিহত হয় ২৫ মে। এর পর থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। যা টানা তিন মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভকারীরা বিক্ষোভ করে যাচ্ছে। আর সেজন্য প্রতিবাদকারীদের দমন করতে ট্রাম্পের আদেশে পুলিশের অমানবিক নির্যাতন অব্যাহত আছে।#

পার্সটুডে/আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।