ইসরাইলের সঙ্গে সম্পর্ক: ক্ষুব্ধ সুদানবাসীর বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i84115-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_ক্ষুব্ধ_সুদানবাসীর_বিক্ষোভ
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জান্তা সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
অক্টোবর ২৪, ২০২০ ১৭:৪৩ Asia/Dhaka
  • ইসরাইলের পতাকা পোড়াচ্ছেন ক্ষুব্ধ সুদানবাসী
    ইসরাইলের পতাকা পোড়াচ্ছেন ক্ষুব্ধ সুদানবাসী

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদানের জান্তা সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটির ক্ষুব্ধ জনগণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তারা রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহ্বান জানান।   

এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা স্লোগান দেন। তারা বলেন, “আমরা আত্মসমর্পণ করব না, এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি।” সমাবেশ থেকে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন দেন।

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে নারীদের বিক্ষোভ

এদিকে, সুদানের কয়েকটি রাজনৈতিক দলও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একটি জোট গঠন করবে। সুদানি বাথ পার্টির মুখপাত্র মুহাম্মাদ ওয়াদা সাঈদ বলেন, জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কঠোরভাবে ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করছেন।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।