'আমেরিকার সঙ্গে আগের সেই সম্পর্কে ফিরবে না ইউরোপ’
(last modified Sun, 08 Nov 2020 11:20:19 GMT )
নভেম্বর ০৮, ২০২০ ১৭:২০ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ
    ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ

জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরেও দেশটির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন আর আগের মতো সেই ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবে না। ইউরোপ-ওয়ান চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রিয়াঁ একথা বলেছেন।

তিনি বলেন, “গত চার বছরে বিশ্ব অনেক বদলে গেছে। আমরা আর আমেরিকার সঙ্গে ট্রান্স-আটলান্টিক সেই ঘনিষ্ঠ সম্পর্কে ফিরবো না।” ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইউরোপ এখন নিজেই তার শক্তি নিয়ে দাঁড়িয়েছে। ইউরোপ নিজেকে এখন একটি শক্তিই মনে করে।

ট্রাম্পের আমলে ইউরোপের সঙ্গে আমেরিকার দুরত্ব তৈরি হয়েছে অনেক বেশি

তবে বিশ্লেষকরা বলছেন, জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এটি ইউরোপের জন্য বিরাট বড় ধরনের মুক্তি কারণ তারা গত চার বছর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে মারাত্মকভাবে টানাপড়েনের মধ্যে ছিল। ট্রাম্পের আমলে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

ইউরোপের অনেকেই মনে করেন- যেহেতু বাইডেন আট বছর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি ইউরোপের সবার সাথে পরিচিত সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে ইউরোপের সম্পর্ক আবার উন্নত হবে। তারা বলছেন, জো বাইডেন শুধু একজন অভিজ্ঞ ব্যক্তি নন বরং তিনি যুক্তিপূর্ণ মানুষও বটে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ