গজনি হামলা: মূল পরিকল্পনাকারীকে হত্যার দাবি প্রত্যাখ্যান করল তালেবান
(last modified Tue, 01 Dec 2020 00:08:07 GMT )
ডিসেম্বর ০১, ২০২০ ০৬:০৮ Asia/Dhaka
  • পথচারীদের ক্যামেরায় এভাবেই ধরা পড়ে গজনি বিস্ফোরণের ছবি
    পথচারীদের ক্যামেরায় এভাবেই ধরা পড়ে গজনি বিস্ফোরণের ছবি

আফগানিস্তানের গজনি শহরে ভয়াবহ বোমা হামলার মূল পরিকল্পনাকারীকে হত্যা করার যে দাবি কাবুল সরকার করেছে তা প্রত্যাখ্যান করেছে তালেবান। এই গোষ্ঠী এক ভিডিও প্রকাশ করে বলেছে, তাদের যে সদস্যকে হত্যার দাবি করা হয়েছে সে জীবিত আছে।

আফগান বার্তা সংস্থা ‘আওয়া’ জানিয়েছে, তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ ওই ব্যক্তির নাম কেরামত খান হিসেবে উল্লেখ করে বলেছেন, কেরামত জীবিত আছেন এবং তিনি বর্তমানে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে অবস্থান করছেন।

এর আগে সোমবার সকালে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, রোববার যে ব্যক্তির পরিকল্পনায় গজনি প্রদেশের কেন্দ্রীয় শহরে নিরাপত্তা বাহিনীর একটি ঘাঁটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হয়েছিল তাকে হত্যা করা হয়েছে।

জবিউল্লাহ মুজাহিদ আলোচিত ব্যক্তির নাম কেরামত খান বলে জানালেও প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই ব্যক্তির নাম হামজা ওয়াজিরিস্তানি বলে উল্লেখ করেছিল।

রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনি শহরের কাল্লে জুয এলাকায় একটি সামরিক ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত ৩১ জন নিহত ও ২৪ জন আহত হয়। #

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।