ইরানকে আগে পরমাণু সমঝোতা বাস্তবায়নের ধারায় ফিরতে হবে: ফ্রান্সের দাবি
(last modified Thu, 03 Dec 2020 01:12:05 GMT )
ডিসেম্বর ০৩, ২০২০ ০৭:১২ Asia/Dhaka
  • ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুহ্‌ল
    ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুহ্‌ল

ফ্রান্স দাবি করেছে, আমেরিকার পরবর্তী সরকারকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনার জন্য ইরানকে এই সমঝোতা বাস্তবায়নের পথে ফিরে আসতে হবে।

ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যাগনেস ভন ডার মুহ্‌ল সৌদি নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে পরমাণু সমঝোতার বিস্তৃতি এবং এতে নতুন কিছু বিষয় সংযোজন করা প্রয়োজন বলেও দাবি করেছেন।

তিনি এমন সময় এ দাবি করলেন যখন ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেআইনিভাবে বেরিয়ে যাওয়া এবং ইউরোপের এই সমঝোতা বাস্তবায়ন করতে না পারার কারণে এটি নিয়ে চলমান অচলাবস্থা সৃষ্টি হয়েছে। কিন্তু ফরাসি মুখপাত্র পশ্চিমা দেশগুলোর আইন লঙ্ঘনকারী এসব পদক্ষেপ সম্পর্কে কোনো ইঙ্গিত করেননি।

এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইউরোপীয় দেশগুলো ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার পরবর্তী সরকারের ওপর চাপ সৃষ্টি করবে না।

এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অন্যতম নির্বাচনি স্লোগান ছিল ইরানের পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনা। বাইডেন গতকালও এক সাক্ষাৎকারে ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তার দেশকে একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে বের করে নেন

আমেরিকা ২০১৮ সালের ৮ মে ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন ইরানকে পরমাণু সমঝোতায় অটল থাকার আহ্বান জানিয়ে ঘোষণা দেয়, তারা আমেরিকাকে ছাড়াই এ সমঝোতায় ইরানকে যেসব আর্থিক সুবিধা দেয়ার কথা ছিল তা বাস্তবায়ন করবে।

কিন্তু ইইউ তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার পর ২০১৯ সালের ৮ মে ইরান আগে থেকে ঘোষণা দিয়ে পরমাণু সমঝোতার ধারা বাস্তবায়ন স্থগিত রাখতে শুরু করে এবং এক পর্যায়ে ওই সমঝোতার বাস্তবায়ন পুরোপুরি স্থগিত করে দেয়।ইরান সুস্পষ্টভাবে ঘোষণা করেছে, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে এবং পরমাণু সমঝোতার সব সুযোগ সুবিধা তেহরানকে দেয়া হলে দেশটি এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি আবার বাস্তবায়ন করতে শুরু করবে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ