পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই
(last modified Sun, 08 Sep 2024 11:48:36 GMT )
সেপ্টেম্বর ০৮, ২০২৪ ১৭:৪৮ Asia/Dhaka
  • পরমাণু শক্তি সংস্থার ঘোষণায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই

পার্সটুডে- ইরানের একটি গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে বলে সাম্রাজ্যবাদী শক্তিগুলো ও ইহুদিবাদীরা যে দাবি করেছে, ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ঘোষণা অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনও বিচ্যুতি নেই।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন: "গত ২০ বছর ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্ক চলছে এবং দাম্ভিক শক্তিগুলো দাবি কোরে আসছে ইরানের গোপন ও অঘোষিত পারমাণবিক কর্মসূচি রয়েছে। আর এই মিথ্যা অভিযোগ তুলে তারা বছরের পর বছর ধরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার ওপর চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে।

পার্সটুডে-এর মতে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্ট করে বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ঘোষণা করেছে যে ইরানের পারমাণবিক কর্মসূচিতে কোনো বিচ্যুতি নেই,কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ যোগ এক গ্রুপের সাথে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বা জেসিপিও থেকে বেরিয়ে যাওয়ার পর কার্যত ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।  

মোহাম্মদ ইসলামি আরো বলেছেন, ইরান জেসিপিও-তে প্রতিপক্ষের দেয়া সব শর্ত পূরণ করেছে,কিন্তু তাপরও তিনটি ইউরোপীয় দেশ অর্থাৎ ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান বলেছেন: যে দেশ পরমাণু চুক্তির কোনো শর্তই পূরণ করেনি সেই দেশের ইরানের কাছ থেকে কিছু আশা করার কোনো অধিকার নেই। এই মুহুর্তে, ইসরাইল ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর বক্তব্যে পরমাণু বোমা নিয়ে কোনো আতঙ্কের কথা শোনা যায় না বরং তাদের ভয় ইরানের পারমাণবিক শক্তিধর হয়ে ওঠো।

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ