ভেনিজুয়েলার তেল শোধনাগারে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত!
(last modified Sat, 12 Dec 2020 09:53:43 GMT )
ডিসেম্বর ১২, ২০২০ ১৫:৫৩ Asia/Dhaka
  • ভেনিজুয়েলার এল প্লাতিলো তেল শোধনাগার
    ভেনিজুয়েলার এল প্লাতিলো তেল শোধনাগার

ভেনিজুয়েলার এল প্লাতিলো তেল শোধনাগারে সন্ত্রাসী হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আমেরিকা ও কলম্বিয়া সরকারের সহযোগিতায় ওই হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেছেন ভেনিজুয়েলার তেলমন্ত্রী তারেক আল-আইসামি।

তারেক এল-আইসামি বলেন, আমেরিকা ও কলম্বিয়া সরকার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্বীকৃতি দেয় নি। এই দুই দেশ ও তাদের সঙ্গে আরো কয়েকটি মিত্রদেশ ভেনিজুয়েলার বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। এজন্য তারা স্থানীয় বিরোধী গোষ্ঠী ও ভাড়াটে সন্ত্রাসীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

তারেক এল-আইসামি বলেন, তেল শোধনাগারে হামলার পরিকল্পনা প্রস্তুত করা হয়েছিল কলম্বিয়ায়। তবে এই পরিকল্পনা সম্পর্কে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা জানতো।

এল প্লাতিলো তেল শোধনাগারে প্রতিদিন এক লাখ ৪৬ হাজার ব্যারেল তেল পরিশোধান করা হয়।#

পার্সটুডে/এসআইবি/১২   

ট্যাগ