সন্ত্রাসী তালিকা থেকে সুদানের নাম বাদ দিল আমেরিকা
(last modified Mon, 14 Dec 2020 15:39:00 GMT )
ডিসেম্বর ১৪, ২০২০ ২১:৩৯ Asia/Dhaka
  • মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বামে) ও সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক
    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও (বামে) ও সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদুক

সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দিয়েছে আমেরিকা। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর সুদানকে কালো তালিকা থেকে বাদ দেয়া হলো। এর আগে সুদানের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ ছিল।

সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে এ ব্যাপারে নোটিশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে- এরইমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সুদানকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকের তালিকা থেকে বাদ দিয়েছে এবং এই সিদ্ধান্ত আজ ১৪ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবর মাসে ঘোষণা করেছিলেন যে, তিনি সন্ত্রাসের কাল তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়ার পরিকল্পনা করছেন। সুদানের সামরিক বাহিনী সমর্থিত অন্তর্বর্তী সরকারও সন্ত্রাসের কালো তালিকা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছিল। তারা বলছে, সন্ত্রাসবাদের তালিকায় নাম থাকার কারণে বৈদেশিক বিনিয়োগ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

২৭ বছর আগে আমেরিকা সুদানকে সন্ত্রাসবাদের কালো তালিকাভুক্ত করেছিল। সে সময় আমেরিকা বলেছিল, আফ্রিকা অঞ্চলে মার্কিন স্থাপনাগুলোতে যে সমস্ত সন্ত্রাসী হামলা হয়েছে তার পেছনে সুদানের ওমর আল-বশির সরকারের হাত ছিল।#

পার্সটুডে/এসআইবি/১৪

ট্যাগ