ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনায় আক্রান্ত
(last modified Thu, 17 Dec 2020 12:14:50 GMT )
ডিসেম্বর ১৭, ২০২০ ১৮:১৪ Asia/Dhaka
  • ম্যাক্রন
    ম্যাক্রন

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) ফরাসি প্রেসিডেন্টের দপ্তর এলিসি প্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়েছে, লক্ষণ দেখা যাওয়ার পর ৪২ বছর বয়সী প্রেসিডেন্টের পরীক্ষা করানো হয় আর এখন তিনি আগামী সাত দিন আইসোলেশনে থাকবেন।

তবে ম্যাক্রন এখনও দেশ পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং দূর থেকেই কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে। 

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় এই সপ্তাহ থেকে রাতে কারফিউ জারি করেছে ফ্রান্স। মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ২০ লাখের বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর মারা গেছে ৫৯ হাজার চারশ’।

আজ সকালে এলিসি প্রাসাদের এক বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রজাতন্তের প্রেসিডেন্টের আজ কোভি৩-১৯ শনাক্ত হয়েছে। প্রাথমিক লক্ষণ দেখা যাওয়ার পর পিসিআর টেস্টের মাধ্যমে তার সংক্রমণ শনাক্ত হয়।’

ইমানুয়েল ম্যাক্রন কিভাবে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে তার কার্যালয়ের তরফে জানানো হয়েছে, সম্প্রতি তার ঘনিষ্ট সংস্পর্শে আসা সবাইকে পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে।# 

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ