ইরান ও ৫ জাতির মধ্যে আলোচনা; পরমাণু সমঝোতা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ
(last modified Mon, 21 Dec 2020 15:55:27 GMT )
ডিসেম্বর ২১, ২০২০ ২১:৫৫ Asia/Dhaka
  • ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক
    ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রীদের ভার্চুয়াল বৈঠক

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রীরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাব বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। আজ (সোমবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন ইরান, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী।

তারা বলেছেন, ২০১৫ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২২৩১ নম্বর প্রস্তাবের মধ্যেই বিশ্বকে পরমাণু নিরস্ত্রীকরণ এর মূল উপাদান রয়েছে। ওই প্রস্তাবকে তারা বহুমুখী কূটনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অর্জন বলে মন্তব্য করেছেন। ছয় দেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২২৩১ নম্বর প্রস্তাব পাস হওয়ার কারণে আঞ্চলিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত হয়েছিল।

বৈঠক শেষে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে। আজকের বৈঠকে সভাপতিত্ব করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল।#

পার্সটুডে/এসআইবি/২১

ট্যাগ