দখলমুক্ত কারাবাখে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করবে আজারবাইজান
https://parstoday.ir/bn/news/world-i85855-দখলমুক্ত_কারাবাখে_আন্তর্জাতিক_বিমানবন্দর_নির্মাণ_করবে_আজারবাইজান
দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কারাবাখের ফুযুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৬, ২০২১ ১৮:১২ Asia/Dhaka
  • আলিয়েভ
    আলিয়েভ

দখলমুক্ত কারাবাখ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে আজারবাইজান। প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, কারাবাখের ফুযুলি শহরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে।

তিনি আরও বলেন, "চলতি ২০২১ সালের মধ্যেই এটি চালু হবে। এ বছরই বিমানবন্দর থেকে বিমান ওঠানামা করবে বলে আশাকরছি।”

আর্মেনিয়ার কাছ থেকে কারাবাখ অঞ্চলটি মুক্ত করার পর সেখানে ব্যাপক উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দিয়েছে আজারবাইজান। আর্মেনিয়ার দখলে যাওয়ার পর যেসব পরিবার ওই এলাকা ছাড়তে বাধ্য হয়েছিল তারা আবারও ফিরে আসতে শুরু করেছে।

 

গত সেপ্টেম্বরে নাগর্নো-কারাবাখ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে সংঘর্ষ শুরু হয়। বিশাল এলাকা দখলমুক্ত করতে আর্মেনিয়ার ওপর শক্ত আঘাত হানে আজারবাইজান। এরপর ১০ নভেম্বর দুই দেশ শান্তি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী নিজের এলাকাগুলো ফিরে পায় আজারবাইজান।# 

পার্সটুডে/এসএ/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।