নাগরনো-কারাবাখের প্রায় অর্ধেক জাতিগত আর্মেনিয় পালিয়েছে 
(last modified Thu, 28 Sep 2023 13:20:38 GMT )
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১৯:২০ Asia/Dhaka
  • নাগরনো-কারাবাখের প্রায় অর্ধেক জাতিগত আর্মেনিয় পালিয়েছে 

আর্মেনিয়া বলেছে, নাগরনো-কারাবাখের প্রায় অর্ধেক জাতিগত আর্মেনিয় নাগরিক আজারবাইজানের প্রতিশোধের ভয়ে ছিটমহল ছেড়ে পালিয়েছে। সাম্প্রতিক একটি সামরিক অভিযানের পর পার্বত্য অঞ্চলটিকে আজারবাইজান নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে নিয়েছে।

গত সপ্তাহে আজারবাইজান ককেশাসের স্থলবেষ্টিত অঞ্চল নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নেয়ার জন্য অভিযান শুরু করে যা আজারবাইজানের সীমানার মধ্যে অবস্থিত। এই অঞ্চল নিয়ে বাকু এবং ইয়েরেভানের মধ্যে তিন দশক ধরে যে দ্বন্দ্ব চলে আসছে; আজারবাইজান এখন এই দ্বন্দ্বের অবসান ঘটাতে চায়। 
দীর্ঘ সময় ধরে অশান্ত এই অঞ্চলটি সবসময় আজারবাইজানের অংশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত; যদিও এ অঞ্চলে বেশিরভাগই জাতিগত আর্মেনিয় নাগরিকের বসবাস। এ কারণে সেখানে আজারবাইজানের সার্বভৌমত্ব বাধাগ্রস্ত হয়েছে। 

আজারবাইজানের অভিযান গত ২০ সেপ্টেম্বর শেষ হয় এবং আজেরি সামরিক বাহিনী ২৪ ঘন্টার মধ্যে আর্মেনিয় বাহিনীকে পরাজিত করে। পরে রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় এবং আর্মেনিয় বিচ্ছিন্নতাবাদীরা অস্ত্রসমর্পণ করতে সম্মত হয়।#
পার্সটুডে/এসআইবি/২৮