ইসলাম অবমাননাকর বক্তব্য দিলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু; তুরস্কের নিন্দা
https://parstoday.ir/bn/news/world-i86107
গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুসের ইসলাম অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ১৮, ২০২১ ১৭:৪০ Asia/Dhaka
  • ইসলাম অবমাননাকর বক্তব্য দিলেন গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু; তুরস্কের নিন্দা

গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরু ইরুতিমুসের ইসলাম অবমাননাকর বক্তব্যের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গ্রিক পাদ্রী যে বক্তব্য দিয়েছেন তা উসকানিমূলক।

বিবৃতিতে বলা হয়, গ্রিসের খ্রিষ্টান ধর্মগুরুর বক্তব্য থেকে এটা স্পষ্ট তারা মুসলিম বিশ্বে ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে আতঙ্কে রয়েছে এবং মুসলিম সমাজে সহিংস ও বিদ্বেষ উসকে দিতে চায় তারা। 

গ্রিসের ধর্মগুরু ইরুতিমুস সম্প্রতি ধৃষ্টতামূলক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসলাম হচ্ছে একটি রাজনৈতিক দল এবং মুসলমানেরা যুদ্ধকামী। 

 

ইউরোপ ও আমেরিকায় ইসলামভীতি তৈরির ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি এ কথা বলেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

কয়েক মাস আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ইসলাম বিদ্বেষী মন্তব্য করার পর বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়।# 

পার্সটুডে/এসএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।