মার্কিন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ট্রাম্প আর ভালো ওবামা: জনমত জরিপ
(last modified Sat, 13 Feb 2021 11:58:00 GMT )
ফেব্রুয়ারি ১৩, ২০২১ ১৭:৫৮ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) ও ওবামা (ডানে)
    ট্রাম্প (বামে) ও ওবামা (ডানে)

মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ডোনাল্ড ট্রাম্পকেই সেদেশের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে মনে করেন। ইউগভ ও ইকোনোমিস্টের যৌথ জনমত জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে।

জনমত জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, আমেরিকার ৪৬ শতাংশ মানুষ ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করেছেন। একইসঙ্গে বারাক ওবামাকে তারা ইতিহাসের সবচেয়ে ভালো প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করেছেন।

এই জরিপে জনপ্রিয়তার দিক থেকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১৮ পয়েন্ট বেশি পেয়েছেন বারাক ওবামা।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে জো বাইডেনের কাছে হেরে যান। এরপর নানা বিতর্কিত ও উসকানিমূলক পদক্ষেপ নেন। এর ফলে নির্বাচনের পর তার জনপ্রিয়তায় আরও ধস নামে।

ট্রাম্প

বিশেষজ্ঞরা ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করছিলেন। এবার জনমত জরিপেও একই ধরণের তথ্য পাওয়া গেল।#

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।