দরিদ্র দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের জন্যও পর্যাপ্ত টিকা মজুত নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
https://parstoday.ir/bn/news/world-i91670-দরিদ্র_দেশগুলোতে_স্বাস্থ্যকর্মীদের_জন্যও_পর্যাপ্ত_টিকা_মজুত_নেই_বিশ্ব_স্বাস্থ্য_সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহের ওপর জোর দেওয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০২১ ১৮:৩১ Asia/Dhaka
  • তেদরোস আধানোম গেব্রেয়াসুস
    তেদরোস আধানোম গেব্রেয়াসুস

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস দরিদ্র দেশগুলোতে করোনাভাইরাসের টিকা সরবরাহের ওপর জোর দেওয়ার জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, শিশু-কিশোরদের টিকা দেওয়ার পরিকল্পনা পিছিয়ে দিয়ে আগে গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করা উচিত। স্থানীয় সময় গতকাল শুক্রবার গেব্রেয়াসুস আরও বেশি টিকা সরবরাহের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

গতকাল জেনেভায় ভার্চ্যুয়াল সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস বলেন, তিনি বুঝতে পারছেন কেন কিছু দেশ শিশু ও প্রাপ্তবয়স্কদের টিকা দিতে চাইছে। তবে তিনি বলেন, এখন তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা দরকার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আরও বলেন, নিম্ন ও নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার মতো পর্যাপ্ত টিকা মজুত নেই। হাসপাতালগুলোতেও স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জামের অভাব রয়েছে।

গতকালের ওই সংবাদ সম্মেলনে তেদরোস সতর্কতা জারি করে বলেন, মহামারির দ্বিতীয় বছর প্রথম বছরের তুলনায় বেশি মারাত্মক হতে পারে। এর মধ্যে ভারতের পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে জানান তিনি। ভারতে অনেক স্বাস্থ্যকর্মী এখনো টিকা পাননি।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।