আমেরিকার ফ্লোরিডায় ভবন ধসের ঘটনায় ২০ ইহুদিবাদী ইসরাইলি নিখোঁজ
(last modified Fri, 25 Jun 2021 11:57:25 GMT )
জুন ২৫, ২০২১ ১৭:৫৭ Asia/Dhaka
  • ফ্লোরিডায় ভবন ধস
    ফ্লোরিডায় ভবন ধস

আমেরিকার অঙ্গরাজ্য ফ্লোরিডায় একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ২০ ইহুদিবাদী নিখোঁজ রয়েছে।

ওই ২০ জন ইহুদিবাদীই অধিকৃত ফিলিস্তিনের অধিবাসী ছিল বলে মার্কিন বার্তা সংস্থা জানিয়েছে। গতকাল স্থানীয় সময় ভোর ৬টার দিকে ফ্লোরিডার ওই ভবনটি ধসে পড়ে। ভবন ধসের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায় নি। তবে ওই ভবনে বহু মানুষ ছিল বলে জানানো হয়েছে।

এদিকে ইসরাইলি বার্তা সংস্থা আই-২৪ জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভবন ধসে যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে অন্তত ২০ জন ইসরাইলের নাগরিক। যদিও ইসরাইলি দৈনিক ইয়াদিয়ুত অহরোনুৎ নিখোঁজ ইসরাইলিদের সংখ্যা ৩৪ জন বলে জানিয়েছে।

মায়ামিতে তেলআবিবের কনসাল জেনারেল মভার আলবাজ এ বিষয়ে জানান, নিখোজ ইসরাইলিরা আমেরিকার অধিবাসী ছিলেন। তাদের পরিবার নেতিবাচক খবরের অপেক্ষায় রয়েছেন বলে আলবাজ জানিয়েছেন। ৪০ বছরের এই পুরনো ভবনটি কেন ধসে পড়েছে তা জানা যায় নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

মার্কিন বার্তা সংস্থার খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ৫৫টি ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষকে ওই ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে এবং ৫১ থেকে ৯৯ জনের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায় নি।#

পার্সটুডে/এনএম/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ