প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের উৎক্ষেপণ আজ
(last modified Sat, 11 Mar 2023 14:55:51 GMT )
মার্চ ১১, ২০২৩ ২০:৫৫ Asia/Dhaka
  • প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের উৎক্ষেপণ আজ

আমেরিকার ফ্লোরিডা থেকে আজ উড্ডয়ন করার কথা বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের। রকেটটির নাম ‘টেরান ১’। কেপ ক্যানাভেরাল থেকে বুধবার এর উড্ডয়নের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় তাপমাত্রা সম্পর্কিত ইস্যুতে।

রকেটটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার রিলেটিভিটি স্পেস। আজ স্থানীয় সময় দুপুর একটা থেকে ৪টার মধ্যে রকেটটি কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করবে। তথ্য সংগ্রহের জন্য একে কক্ষপথে পাঠানোর আট মিনিট পরে পৃথিবীর খুব কাছে পৌঁছে যাবে ‘টেরান-ওয়ান’। 
রিলেটিভিটি স্পেসের তথ্য অনুযায়ী, রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছার পর এটাই হবে প্রথম বেসরকারি অর্থায়নে তৈরি যান, যাতে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে মিথেন। রকেটটি ১১০ ফুট লম্বা এবং ব্যাস ৭.৫ ফুট। এর শতকরা ৮৫ ভাগের ভর থ্রিডি প্রিন্টেড। ব্যবহার করা হয়েছে ধাতব শংকর। লংবিচ ভিত্তিক কোম্পানিটির মতে, এটিই হলো সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টেড বস্তু। রকেটটি পরিচালিত হচ্ছে এয়োন ইঞ্জিন দিয়ে। তাতে ব্যবহার করা হচ্ছে তরল অক্সিজেন এবং তরল প্রাকৃতিক গ্যাস।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।