গাজার ওপর সম্পূর্ণ দখলদারিত্ব নাকি ভিয়েতনামের চেয়েও বড় বিপর্যয়?
(last modified Thu, 10 Jul 2025 09:48:09 GMT )
জুলাই ১০, ২০২৫ ১৫:৪৮ Asia/Dhaka
  • সরায়েলি চ্যানেল ১২ টেলিভিশনের উপস্থাপক এবং বিশ্লেষক আরাদ নির
    সরায়েলি চ্যানেল ১২ টেলিভিশনের উপস্থাপক এবং বিশ্লেষক আরাদ নির

একজন ইহুদিবাদী বিশ্লেষক সতর্ক করে বলেছেন যে গাজায় সম্পূর্ণ দখলদারিত্ব বজায় রাখার চেষ্টা করা হলে তা ভিয়েতনামে মার্কিন যুক্তরাষ্ট্রের ভুলের চেয়েও বড় ভুল হবে।

গাজায় যুদ্ধ অব্যাহত রাখার বিষয়ে ইসরায়েলের অভ্যন্তরে সমালোচনা তীব্র হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে এই যুদ্ধ ইসরায়েলের জন্য সামরিক পরাজয়ের নতুন মাত্রা নিয়ে আসবে। তাসনিম সংবাদ সংস্থা কর্তৃক উদ্ধৃত পার্স টুডে অনুসারে, ইহুদিবাদী বিশ্লেষক নাদাভ এয়াল গাজার যুদ্ধকে "ভিয়েতনাম" এর সাথে তুলনা করেছেন এবং সতর্ক করেছেন যে গাজার সম্পূর্ণ দখলদারিত্ব ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ভুলের চেয়েও বড় ভুল হতে পারে।

ইহুদিবাদী সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথে ইয়াল লিখেছেন, 'হামাসকে নিরস্ত্রীকরণ" বা "এর সার্বভৌমত্ব রোধ" এর মতো স্লোগান কেবল তখনই বাস্তবায়িত হতে পারে যদি গাজা সম্পূর্ণরূপে দখল করা হয়; কিন্তু এই পরিস্থিতি তার মতে ইসরায়েলকে একটি অন্তহীন 'ভিয়েতনামী জলাভূমিতে' নিয়ে যাবে।

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ হামাসপরাজিত হয়নি বলে জোর দিয়ে তিনি বলেন,  'গত মার্চ থেকে ৩৮ জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে যা গড়ে প্রতি মাসে ১০ জন। জুন মাসে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে যা দেখায় যে হামাসের যুদ্ধ ক্ষমতা কমেনি।'

ইয়াল উল্লেখ করেছেন যে সাম্প্রতিক হামাসের হামলাগুলো সীমান্ত বেড়া থেকে দুই কিলোমিটারেরও কম দূরে বেইত হানুন এলাকায় ঘটেছে যে এলাকাটিকে ইসরায়েলি সেনাবাহিনী "নিরাপদ" বলে মনে করে। তিনি জোর দিয়ে বলেছেন যে এই আক্রমণ তথাকথিত "নিরাপত্তা অঞ্চল" কৌশলের সম্পূর্ণ ব্যর্থতা দেখায়।

তিনি তথাকথিত "রাফাহ মানবিক পরিকল্পনা" কে "নতুন বিভ্রম" হিসাবে বর্ণনা করে  আরো যোগ করেছেন, "তারা কীভাবে দুই মিলিয়ন ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় স্থানান্তরিত করার পরিকল্পনা করে? তাদের জীবনযাত্রার খরচ কে দেবে? হামাসকে কীভাবে ফিরে আসা থেকে বিরত রাখা যেতে পারে? এমনকি এই পরিকল্পনার পরিকল্পনাকারীদের কাছেও স্পষ্ট উত্তর নেই।"

এদিকে, ইসরায়েলি চ্যানেল ১২ টেলিভিশনের উপস্থাপক এবং বিশ্লেষক আরাদ নির গাজা উপত্যকায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার নীতির সমালোচনা করে বলেছেন, 'গাজায় ইসরায়েলের নীতি হল এই উপত্যকাকে জোরপূর্বক শ্রম শিবিরে পরিণত করা।'

নির ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের গাজায় বসবাসকারী সমস্ত ফিলিস্তিনিদের জোরপূর্বক গাজার দক্ষিণে রাফাহ শহরে স্থানান্তরিত করার সাম্প্রতিক পরিকল্পনার সমালোচনা করে একটি মানবিক শহর তৈরির দাবি করে আরো বলেন, "যখন আপনি শিবিরে লোকদের কেন্দ্রীভূত করেন এবং তাদেরকে ধ্বংসস্তূপের ভেতর খাওয়ান তখন আপনি আসলে একই জোরপূর্বক শ্রম শিবির প্রতিষ্ঠা করেন।"

একই সময়ে আরেক লেখক রানান শাকেদ হিব্রু সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথে নেতানিয়াহুর উপর তীব্র আক্রমণ করে লিখেছেন, 'তিনি প্রচারণার কাজে ব্যস্ত, ওয়াশিংটনে ভ্রমণ করছেন এবং ট্রাম্পের সাথে ছবি তুলছেন যখন প্রতিদিন সৈন্যদের হত্যা করা হচ্ছে।"

শাকেদ আরো বলেছেন: "প্রধানমন্ত্রী পরিবারের দুর্দশা উপেক্ষা করেছেন। বন্দীদের নিয়ে আলোচনা ধীরে ধীরে এগিয়ে চলেছে যখন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৬৪০ দিন কেটে গেছে।"

ইহুদিবাদী বিশ্লেষক জোর দিয়ে বলেন, "বিজয়ের মায়া জনগণের কাছে বিক্রি করা হচ্ছে,অন্যদিকে আলোচনার দুরত্ব কমানোর দাবির সাথে যুদ্ধক্ষেত্রের রক্তাক্ত বাস্তবতার কোনও সম্পর্ক নেই।"

 

পার্সটুডে/এমবিএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।