আগস্ট ২৫, ২০২১ ১৮:৪২ Asia/Dhaka
  • সেথ মল্টন (বামে) এবং পিটার মেইজার
    সেথ মল্টন (বামে) এবং পিটার মেইজার

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দুই সদস্য গোপনে আফগানিস্তান সফর করায় গালমন্দ করেছেন স্পিকার ন্যান্সি পেলোসি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা ও নাগরিকদের কিভাবে প্রত্যাহার করা হচ্ছে তা সরেজমিন পরিদর্শন করতে কংগ্রেসের এ দুই সদস্য গোপনে কাবুল সফর করেন।

একটি চার্টার্ড বিমানে করে ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান সেথ মল্টন এবং রিপাবলিকান দলের পিটার মেইজার কাবুল পৌঁছান এবং সেখানে তারা কয়েক ঘণ্টা অবস্থান করার পর অন্য আরেকটি ফ্লাইটে করে দেশে ফিরে যান।

আফগানিস্তানের চরম গোলযোগপূর্ণ অবস্থার মধ্যে প্রতিনিধি পরিষদের এ দুই সদস্যের কাবুল সফরের খবরে মার্কিন কর্মকর্তারা বিস্মিত হয়েছেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে বাইডেন প্রশাসনের অনুসৃত নীতি সমালোচনা করে আসছেন দুজনই। এর আগে তারা দুজনই আফগানিস্তান এবং ইরাকে সেনা কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি

এক বিবৃতিতে দুই কংগ্রেসম্যান জানিয়েছেন, আফগানিস্তান থেকে কিভাবে মার্কিন নাগরিকদের ফেরত আনা হচ্ছে তার দেখভাল করার দায়িত্ব রয়েছে কংগ্রেসের। এর অংশ হিসেবে তারা দুজন কাবুল সফর করেছেন।

কাবুলে অবস্থানরত মার্কিন কূটনীতিক কিংবা সেনা কমান্ডারদের সঙ্গে যোগাযোগ না করে আফগানিস্তানে যাওয়াই হোয়াইট হাউজ এবং মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দুই কংগ্রেসম্যানের প্রতি ক্ষুব্ধ হয়েছে। এছাড়া, প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসম্যানদের চিঠি দিয়ে সতর্ক করেছেন যে, কাবুলের বিপজ্জনক অবস্থায় পেন্টাগন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কংগ্রেস সদস্যদের আফগানিস্তান সফর না করার জন্য আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ